বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিলেন সাকিব

উত্তরবঙ্গের সংবাদ ডেস্কঃ

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিলেন সাকিব

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ভোট দিয়েছেন নিজের ভোটকেন্দ্র দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে। আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান রোববার (৭ জানুয়ারি) সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে তার কেন্দ্রে পৌঁছান। এ সময় সাথে ছিলেন বাবা মাশরুর রেজা কুটিল এবং বোন জান্নাতুল ফেরদৌস রিতু। মাগুরায় এই প্রথম তার ভোট দেয়া। তবে নির্দিষ্ট সময়ের আগে ভোটকেন্দ্রে পৌঁছায়। হাসিমাখা মুখেই ব্যালট বাক্সে ভোটটি ফেলেন।

পরে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সেন্টারে যাওয়ার চেষ্টা করবো। আশা করি ভোটাররা ভোট প্রদানের মাধ্যমে নিজেদের নাগরিক অধিকার পূরণ করবে। আশা করবো তারা সচেতনতার সাথে তাদের ভোট প্রদান করবে। আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি। রেজাল্টও আমার পক্ষে আশা করবো। এখন মানুষের উপর নির্ভর করবে। তারা কীভাবে নেয় বিষয়টি।

সম্পর্কিত