শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ভেরি ডুবি ৬ জনকে জীবিত উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃবাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার (১৭ জানুযারী) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছেএ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালিদ মাহমুদ জানান, রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এখান থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত