ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:
নওগাঁর পত্নীতলার ইউএনও এর অফিসিয়াল মোবাইল নম্বর
০১৭৩০৪৬০০০৯ কে বা কাহারা ক্লোন করে বিভিন্ন উপায়ে
কাজের কথা বলে বিভিন্ন সামগ্রী প্রদান করা হবে বলে বিভিন্ন জনের নিকট হতে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।
উপরোক্ত ঘটনার অভিযোগের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ইউএনও মোঃ লিটন সরকার বলেন,কে বা কাহারা আমার নাম্বার ক্লোন করে উপজেলার মাদ্রাসা ও স্কুলের শিক্ষকদের ফোন করে তাদের স্কুলের নামে ল্যাপটপ এসেছে মর্মে ৯ হাজার করে টাকা চাচ্ছেন। এমতাবস্থায় জনস্বার্থে দয়া করে কেউ এই নাম্বার থেকে ফোনের
প্রেক্ষিতে কোন ধরণের আর্থিক লেনদেন করবেন না।
তিনি আরও জানান, এ বিষয়ে আমি থানায় একটি সাধারণ ডাইরি করেছি।