ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর পত্নীতলায় উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২০ইং অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি বিকেল ৪টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পত্নীতলা ইউএনও মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, একেএম খোকন, তারিক ইকবাল ও সোনালী খানম, পত্নীতলা প্রেস ক্লাব সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।