সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিভিন্ন দলের প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী-৩ আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকেই মনোনয়ন ফরম জমা দিতে আসেন প্রার্থীরা। এসময় প্রার্থীদের সঙ্গে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে দলীয় নেতাকর্মী-সমর্থদের উপস্থিতি দেখা গেছে।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) উপজেলা পরিষদে এই আসনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনে অংশ নিতে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি’র) মো.সাইফুর রহমান, আওয়ামী লীগের দলীয় প্রার্থী এস এম শাহজাদা, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন, তৃণমূল বিএনপির মো.ওবায়েদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি নুরে আলম, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বি এন এফ’র এ ওয়াই এম কামরুল ইসলাম ও জাতীয় পার্টির মো.নজরুল ইসলাম।
পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগসহ মোট ৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসা.নাফিজা নাজ নীরা নিশ্চিত করেছেন।
