সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পঞ্চগড় সরকারি কলেজে বাঁধন এর ইফতার মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি: রমজানের শিক্ষা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধন ইফতার মাহফিলের আয়োজন করে।

আজ শনিবার ২৩ মার্চ মকবুলার রহমান সরকারি কলেজের প্রশাসনিক ভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাঁধন।
এসময় সাধারন সম্পাদক নুরুন্নবী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান এ সময় তিনি বলেন রমজান আমাদেরকে আত্ম সংযম ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে শিখায়।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এহতেশামুল হক তিনি এসময় বলেন এই মাস কে কেন্দ্রকরেআমাদেরকেনিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গঠন করতে হবে এবং সমাজের সর্বত্র আদর্শ ছড়িয়ে দিতে হবে।রোজার বিজ্ঞান ভিত্তিক গুরুত্ব তুলে ধরেন।
সাধারণ সম্পাদক নুরুন্নবী বলেন তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে।
বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন।কোরআন তিলাওয়াত, আলোচনা সভা, দোয়া-মোনাজাত পর্বের পর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।মাগরিবের নামাজের মধ্য দিয়ে ইফতার মাহফিল শেষ হয়।

সম্পর্কিত