শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

পঞ্চগড় পৌরসভায় কালভার্টের অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার

পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ব জালাসী সদর পুলিশ ফারির পিছনে কালভার্টের অভাবে প্রায় হাজার মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে। বর্ষাকালে স্রোতের দাপটে ছোট ইউ ড্রেন ছিন্ন-ভিন্ন হয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়। ভেঙ্গে যাওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাজ হয়নি । এ যেনো দেখার কেউ নেই।

ফাঁকা যায়গায় পারাপারের জন্য সাপোর্টিং হিসেবে বাঁশ ও সুপারি গাছ ফেলে রাখা হয়েছে। পথচারীরা এক পাশ হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে যেকোন সময় দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

পঞ্চগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ব জালাসী সদর পুলিশ ফারির পিছনে নতুন রাস্তার সংস্কার কাজ করলেও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি বর্ষার পানি যাওয়ার গতি পথ হারিয়ে এই ঢালু পথ বেঁছে নেয় । পূর্ব জালাসীর লুৎফর রহমান বলেন অভিযোগ করেও কাজ হয়নি , ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি খালে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে কি না।
স্থানীয় শমসের আলী তিনি জানান জরুরী প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স আসেনা রোগী কে নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে।
ইউনুস আলী ভ্যান চালক জানায় দীর্ঘদিন থেকে ভ্যান চালাই কিন্তু এই ভাঙ্গা কারণে ওপারের জিনিসপত্র মাথায় করে নিয়ে আসতে হয়, না হলে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়।
কালভার্টের অভাবে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে বলেন নতুন রাস্তার কারনে এই ভাঙ্গন সৃষ্টি হয়েছে আগামী কয়েক মাস বা ৬ মাসের মধ্যে কাজ হবে আশা করি।
অপরদিকে পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন কবে নাগাদ কাজ হবে বলা যাচ্ছে না তবে তিন চার মাস লাগতে পারে।
এলাকাবাসী বলছেন বর্ষার আগে কাজ সম্পূর্ণ না হলে পরতে হবে চরম ভোগান্তিতে। সংশ্লিষ্টদের দৃষ্টি দিলেই ভোগান্তির অবসান হবে।

সম্পর্কিত