শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে মৃত চিতাবাঘ

পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড় আটোয়ারি উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর গ্রামে ভারত সীমান্তবর্তী স্থানে আজ ২ ফেব্রুয়ারী সকালে একটি চিতাবাঘ মৃত অবস্থায় পাওয়া যায়।
জানা যায় বাঘটি স্থানীয় এক কৃষক এর গরু খেয়ে সীমান্তবর্তী নদীতে নামে পরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়।
স্থানীয়রা মনে করেন চিতা বাঘটি ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রবেশ করেছে।
পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটি উদ্ধার করে আটোয়ারী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে নেয়া ।ময়নাতদন্তের জন্য মৃত বাঘটিকে পশু হাসপাতালে নেয়া হয়েছে
চিতা বাঘের মরদেহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।
বন বিভাগ থেকে জানায় চিতা বাঘটি লম্বায় ৬ ফিট হলেও উচ্চতা সাড়ে ৩ ফিট। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

সম্পর্কিত