রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে এসএসসি বিদায় নবীন বরণ ও বনভোজন অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের টুনিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি বিদায় নবীন বরণ ও বনভোজন অনুষ্ঠান আজ ৭ ফেব্রুয়ারি আয়োজন হয়।
এসময় মোঃ লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ তোফায়েল প্রধান তিনি এ সময় এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আরো বলেন শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
নবীন শিক্ষার্থীদের তিনি বলেন আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ দেশ ও জাতি গড়ার কারিগর। তাই তোমাদের একাডেমিক অধ্যায়ন বাড়াতে হবে, পিতা-মাতা সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। এছাড়াও তিনি আরো গুরুত্বপূর্ণ শিক্ষা সম্বন্ধে আলোচনা করেন।
প্রধান শিক্ষক জনাব রাশেদ আলী শাহ এসএসসি পরীক্ষার্থীদের মাঝে আবেগঘন বক্তব্য রাখেন তাদের বৃহত্তর জীবনে মঙ্গল কামনা করেন, নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।
পরিশেষে সভাপতি জনাব লিটন আলী বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
এ সময়ের উপস্থিত ছিলেন অত্র কমিটি অনন্য শিক্ষকগণ

সম্পর্কিত