সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বিমল কুমার রায়, জেলা প্রতিনিধি পঞ্চগড় :

পঞ্চগড়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার আনোয়ার(১৯) দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের শান্তির হাট ডাঙা পাড়া এলাকার মোঃ সমোদর আলীর ছেলে।

শনিবার ( ১০ মে) রাত সাড়ে দশটার দিকে এসআই শচীন্দ্র নাথ বনিক এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দন্ডপাল ইউনিয়নের শিমূলতলি এলাকার আলালের কাঠ মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করে
এ সময় তার কাছ থেকে ২০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল জব্দ করা হয়। জানা যায়, আনোয়ার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত। বেশ কিছুদিন থেকেই পুলিশ তাকে খুঁজছে। গতকাল মাদক বিক্রির সময় তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা বলেন, “জিরো টলারেন্স নীতিতে পরিচালিত দেবীগঞ্জ থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আনোয়ার হোসেন নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে”।

সম্পর্কিত