ডেস্ক নিউজঃ
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বাদশ নির্বাচনে অংশ নেবেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সম্মেলনের মাধ্যমে দেশের ৩০০ আসনের ২৯৮ টি আসনে মনোনয়ন ঘোষণা করেন।
এসময় জামালপুরের ৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা করা হয়। জামালপুর-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের বদলে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান।
ডা. মুরাদ হাসান আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবার্চনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান বলেন, ‘এমপি মুরাদ হাসানের নির্দেশেই এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
জামালপুর-৪ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই আলোচিত মুরাদ হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। কয়েক মাস পরই তাকে স্বাস্থ্য থেকে সরিয়ে দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব। একপর্যায়ে আলোচিত-সমালোচিত হয়ে রোষানলে পড়েন তিনি, হারান জেলা আওয়ামী লীগের পদ। পরে বেরিয়ে আসে তার নামে নানা অভিযোগ। সেই সব অভিযোগে বলা হয়, নির্বাচনি এলাকাসহ বিভিন্ন স্থানে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। সর্বশেষ তার কিছু অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। যদিও ২৩ জানুয়ারি দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানকে জানান, দলের পদ থেকে বহিস্কার থেকে সরে এসে তাকে ‘সাধারণ ক্ষমা’ কার হয়েছে। এদিন দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরপর গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে সময় জানা যায়, তিনি নৌকায় লড়তে চান এবং মনোনয়নপত্র কিনেছেন।