নিজস্ব প্রতিবেদকঃ
এবারের (দ্বাদশ সংসদ) নির্বাচনে ভোটের সেই চিত্র পাল্টে গেছে। শুরুর দিকে নৌকার জোয়ার দেখা গেলেও এখন রাতের অন্ধকারে নৌকার ব্যাচ পড়ে নৌকার সমর্থকরা ঈগলের ভোট চাচ্ছে পাশাপাশি নৌকা ও ঈগলের প্রচারণা ঘিরে
আওয়ামী লীগের নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। ফলে এবার নৌকার সঙ্গে ঈগলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
চাঁদপুর জেলার চার নাম্বার আসন এর নৌকার মাঝি সাংবাদিক শফিকুল ইসলাম এর এই একনিষ্ঠ কর্মী ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের নুরুল আমিন কবির পাটোয়ারী, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, নাসির পাটোয়ার, ডিস ব্যবসায়ী রাজু খান, নাসির উদ্দিন পাটোয়ারী, মিলন সরদার সহ আরো অন্যান্য নেতাকর্মী নৌকার বেইচ লাগিয়ে ঈগল মার্কা প্রার্থী জনাব ডক্টর শামসুল হক ভূঁইয়া এর প্রতীকের ভোট সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাত পোহালেই নির্বাচন আর এ দিকে নৌকার জোয়ার দেখা গেলেও নৌকার সমর্থকরাই রাতের অন্ধকারে ঈগলের ভোট করছে । আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণ থেকে নৌকার ভরাডুবি নিশ্চিত ।