স্বপ্না আকতার,নীলফামারী প্রতিনিধি :নির্বাচন হওয়ার একমাস পর নীলফামারী চেম্বার অব কমার্সের দায়িত্ব নিলেন আলহাজ্ব মিজানুর রহমান এবং মনিরুল ইসলাম সুইডেন নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। গতকাল ৩১ মার্চ রবিবার বিকেলে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে বিদায়ী প্রেসিডেন্ট প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু নবনির্বাচিত প্রেসিডেন্ট আলহাজ্ব মিজানুর রহমান মিজান এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন, সদ্য বিদায়ী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকিব হাসান মিশুক নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম সুইডেন এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আব্দুল ওয়াহেদ সরকার, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, মো, মাফিজার রহমান, লেমন সরকার, রিপন কুমার কুন্ডু, রাশেদ ইসলাম, মোকছেদুল ইসলাম, মো, আরমান হাবিব।
একবারে প্রায় শুন্য তহবিলে দায়িত্ব নেওয়া চেম্বার এর ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম সুইডেন বলেন,আমরা চেম্বার কে ব্যবসায়ীদের সুখ দুঃখের ঠিকানা হিসেবে গড়ে তুলবো এবং নতুন উদ্দোক্তা সৃষ্টি করবো। চেম্বার এর নতুন প্রেসিডেন্ট আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, এবারে আমাদের প্রাপ্তি কম হলেও সামনে প্রাপ্তি শতভাগ হবে, চেম্বার কে সচল রাখতে নতুন নতুন শিল্পের বিকাশ ঘটাতে মুখ্য ভুমিকা পালন করবে নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেড।