নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৯ এ সিরাজগঞ্জ চৌহালীর যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১২০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং ৮ জন জেলেকে ১৮৬০ এর ১৮৮ দারা মোতাবেক, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ দিনের জেল প্রদান করা হয়। তারা হলেন, (১) যুবরাজ, পিং সামচুল হক,গ্রাম পশ্চিম কোদালিয়া,(২) বাচ্চু মিয়া, পিং কাবিল,গ্রাম জোতপাড়া, (৩) লুৎফর, পিং- কদ্দুস গ্রাম ধুপুলিয়া,(৪) লুৎফর, পিং গফুর গ্রাম-ধুপুলিয়া (৫) ইউছুফ, পিং-রউফ গ্রাম-দ: খাষকাউলিয়া,(৬) মোকছেদ,পিং লতিফ, গ্রাম- ধুপুলিয়া(৭) রবিউল,পিং রহম গ্রাম-দ: খাষকাউলিয়া,(৮)ছালাম,পিং হামিদ বেপারী,গ্রাম- দ:খাষকাউলিয়া।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেওয়ান মোঃ মওদুদ আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আতাউর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম ( শফি) চৌহালীর থানার অফিসার ইনচার্য মো: রাশেদুল ইসলাম বিশ্বাস সহ পুলিস সদস্যবৃন্দ।