রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সড়ক যোদ্ধাদের বৈঠক

আর মানুষের ডলার (বিশেষ প্রতিনিধি)ঃবগুড়ায় নিরাপদ সড়ক করার লক্ষ্যে এবং সড়কের মৃত্যুর হার কমিয়ে আনতে যথাযথ নানান দিক এবং সার্বিক বিষয় নিয়ে বগুড়া জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সুমন রঞ্জন সরকারের সঙ্গে আলোচনায় করেন বগুড়া জেলার সড়ক যোদ্ধার একটি প্রতিনিধি দল।

সেই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সোহাগ, প্রকাশনা সম্পাদক মোঃ ইমরান তালুকদার নিপু প্রমুখ।

সে সময় সড়কের দুর্ঘটনা কিভাবে কমিয়ে আনা যায় এবং ট্রাফিক পুলিশের করণীয় ও ভূমিকা বিষয় নিয়ে সার্বিক দিক আলাপ-আলোচনা করা হয়।

সেই সঙ্গে সেই সময় আগামী ৭ই ফেব্রুয়ারি নিরাপদ নিউজের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে নিমন্ত্রিত করা হয়।

সম্পর্কিত