আশিক সীমান্ত(পাবনা,সংবাদদাতা):
পাবনা নিজাম উদ্দিন আজগর আলি ডিগ্রী কলেজে রোভার দীক্ষা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে কলেজের ক্যাম্পাসে এই নবীন বরণ ও দীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পাবনা জেলার নিজাম উদ্দিন আজগর আলি ডিগ্রী কলেজের রোভার সহচর সদস্যদের দীক্ষা দিয়ে রোভার হিসাবে নেওয়া এবং নবাগত রোভারদের সাথে জেলা রোভার ও জেলা স্কাউট ব্যক্তিত্বদের পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই নবীনবরণের মূল উদ্দেশ্য।
নিজাম উদ্দিন আজগর আলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার মোঃ আশরাফ আলী,সুজানগর উপজেলার চেয়ারম্যান মোঃ শাহিনুজ্জামান শাহিন।
উক্ত রোভার নবীন বরণ ও দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাংসদ মোঃ আহমেদ ফিরোজ কবীর।রোভারদের দীক্ষা অনুষ্ঠানে বক্তব্য কালে তিনি তাদের দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি নিজেদের সৎ ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠবার উপদেশ দেন।