ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলী ।
সোমবার সকাল সাড়ে ৯ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান,মোঃ দবিরুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি মোঃ কামরুজ্জামান সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,ওসি তদন্ত তাওহীদুল ইসলাম তৌহিদ,সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভাষণ,আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।