শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নাটোরে মাদক  বিক্রি  প্রতিবাদ করায় যুবককে ছুরিঘাত

মোঃ রাসেল শেখ, নাটোর  প্রতিনিধি :

নাটোরে বড়াইগ্রামে মাদক বিক্রি না করার প্রতিবাদে কাশেম সরকার (৩০) নামে একজন যুবককে ছুরিঘাত করেছে।

বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া দক্ষিনপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মিলিটারী মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,কাশেম  মিলিটারী মোড়ে গেলে হাসান মুন্সি  দোকানে গেলে সেখানে মাদক বিক্রি করতে দেখতে পেলে।তাকে নিষেধ করে মাদক বিক্রি না করার জন্য বলে। বাড়িতে  ফেরার পথে হাসান মুন্সি   পিছন থেকে ছুরিঘাত করে মোঃ কাসেম সরকার (৩০) পিতা মোঃ জয়নাল সরকার । ঘটনা স্থলে মাটিতে ঢোলে পরে কাসেম সরকার সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে রেফার্ড করেন। তার পরে নাটোর সদর  হাসপাতালে নিয়ে গেলে তারা না জবাব দিলে পরে রাজশাহী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি সফিউল আজম খাঁন জানান খবর পেয়ে মোবাইলটিমসহ ঘটনা স্থানে যায়  ঘটনা শুনে, আহত ভিক্টিম কাসেম সরকার কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বকাইটে হাসান মুন্সি  নামে এক যুবক কাসেম সরকার কে পিছন থেকে ছুরিঘাত করে। পুলিশ আসামীকে আটকের চেষ্টায় অবোহত রয়েছে এবং আটকে পরে বড়াইগ্রাম থানায় একটি মামলা হবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত