মোঃ রাসল (নাটোর প্রতিনিধি):লালপুরে মাহামুদা আক্তার বিথী (২৬) নামে এক স্বাস্থ্য সেবিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। বিথী উপজেলার বরমহাটী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবিকা।
স্থানীয়রা জানান, সকাল ৭ টার দিকে মজিবুর নামে এক ব্যক্তির জমিতে ফসল কাটতে এসে রাস্তার প্বাশে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন দিনমজুর রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
