শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নাচোলে এক মাস ধরে একটি পরিবার অবরুদ্ধ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারের বেড়া দিয়ে প্রতিবেশীর দ্বারা একটি পরিবারকে প্রায় একমাস যাবত অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার নেজামপুর ইউপির দোগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, নাচোল থানা ও নেজামপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছেন। ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার নেজামপুর ইউপির দোগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম প্রতিবেশী মৃত শীষ মোহাম্মদের নিকট থেকে দোগাছী মৌজার ২১১ দাগের ০.০৯৮ একর ও ২১২ দাগে ০.৪৪৫ একর জমি গত ১০/০৪/২০১৯ তারিখে ৪৫৭৪ নং বন্টননামা দলিলমূলে ক্রয় করেন। ২১২ দাগের নজরুল ইসলাম অন্য ওয়ারিশ মৃত এন্তাজ আলীর ছেলে দুরুল হোদার নিকট থেকে ০.১৪৮৫একর জমি পাকা দালান বাড়িসহ ক্রয় করে ওই জমিতে ২০১৮ সাল থেকে বসবাস করতে থাকেন। কিন্তু প্রতিবেশী মৃত শীষ মোহাম্মদের ভাই আনিশুর রহমান, সেন্টু ও ভগ্নিপতি শরিফুল ইসলাম নজরুল ইসলামের বাড়িতে চলাচলের রাস্তাটি গত ২৪ ডিসেম্বর/২০২৩ তারিখ তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। নজরুল ইসলামের চলাচলের রাস্তাটি বন্ধ করার কারণ জানতে চাইলে মৃত শীষ মোহাম্মদের ওয়ারিশগণ নজরুল ইসলামকে প্রাণ নাশের হুমকী দেওয়ার কারণে তিনি এখন পর্যন্ত বাড়িতে প্রবেশ করতে পারছেন না। এ বিষয়ে আনিশুর রহমান জানান, ২১১ দাগে নজরুল ইসলাম যেটুকু জমি পাবে সেটুকু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের জমির অংশটুকু আমরা ঘিরে ফেলেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউপি ভূমি সহকারীর মাধ্যমে বাড়িতে প্রবেশের রাস্তার তারের বেড়া অপসারণ করা হয়েছে। কিন্তু বাড়ির পিছনের রাস্তার বাঁশ দিয়ে ঘিরে রাখা রাস্তাটি এখন পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছে এটি আমার জানা নাই। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, অভিযোগ পেয়ে তদন্তকারী অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বিবাদীরা জানিয়েছে এ বিষয়ে আদালতে মামলা রয়েছে। তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত