মার্চ ২৩, ২০২৩ ১১:১৫ বিকাল



নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সংবাদদাতা: কু‌ড়িগ্রাম জেলার না‌গেশ্বরী উপজেলার পৌর এলাকার এক‌টি বা‌ড়ি থে‌কে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকা‌লে না‌গেশ্বরী বাজা‌রের গরু হা‌টের পাশে নিজ ঘর থে‌কে তা‌দের লাশ উদ্ধার ক‌রে নাগেশ্বরী থানা পুলিশ।নিহতরা হলেন নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও রু‌মি বেগম (৩৫) বলে না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর নি‌শ্চিত ক‌রে‌ছেন। ‌

প্রাথ‌মিকভাব ম‌নে হ‌চ্ছে তা‌দের শ্বাসরোধ ক‌রে হত্যা করা হ‌য়ে থাক‌তে পা‌রে বলে নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান,লা‌শের ময়নাতদ‌ন্তের পর বিস্তা‌রিত জানা যা‌বে।

স্থানীয়রা জানান, সকা‌লে ম্যানা ও তার স্ত্রী রু‌মি বেগম ঘুম থে‌কে না ওঠায় ম্যানার ভাই তা‌দের ডাকতে যান। এসময় তাদের ঘরের দরজা খোলা দেখ‌তে পেয়ে ঘরে উঁকি দিয়ে দেখেন ম্যানা ও তার স্ত্রীর মর‌দেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে মরদেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়।



Comments are closed.

      আরও নিউজ