শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ০৯.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৪০ ঘটিকা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার জনাব জিলহাজ উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জনাব রুপ কুমার সরকার এবং প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কাউছার আহম্মেদ।

উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।

সম্পর্কিত