কুড়িগ্রাম সংবাদদাতা :
পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার বন্ধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে-
“প্লাস্টিকের বোতল দিন ,পরিবেশ বান্ধব গাছ নিন” স্লোগান কে সামনে রেখে ,৯ নভেম্বর বৃহঃপতিবার, সকাল ১০:০০ঘটিকা হইতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত,নাগেশ্বরী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি বোতলের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন,নাগেশ্বরী সরকারি কলেজের নবাগত
অধ্যক্ষ কাজী শফিকুর রহমান মহোদয় স্যার।সেই সাথে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেজাউল করিম রেজা স গণিত বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম ,কলেজের অন্যান্য সহকারী স্যার মহোদয়,কুড়িগ্রাম জেলা গ্রীন ভয়েস টিমের সমন্বয়ক রায়সুল ইসলাম নোমান
সহ,গ্ৰীন ভয়েস নাগেশ্বরী শাখার সদস্য বৃন্দ।সুস্থ, স্বাভাবিক, সবুজ পৃথিবী বিনির্মানে অংশীদার হতে পারেন আপনারাও । গ্ৰীন ভয়েস এর সদস্য হতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।গ্রীন ভয়েস যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে।আয়োজনেঃ গ্ৰীন ভয়েস ,নাগেশ্বরী শাখা গ্রুপঃ গ্ৰীন ভয়েস, নাগেশ্বরী উপজেলা।