শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নাগেশ্বরীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

নাগেশ্বরী প্রতিনিধিঃকুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে অন্যের জমি থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। এতে করে বালু উত্তোলন স্থানে গভীর গর্ত হওয়ায় পার ভেঙ্গে পাশের জায়গা জমি ভেঙ্গে যাচ্ছে। রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারের পূর্বে মিনা বাজার সংলগ্ন নদীর পারে এই বালু উত্তোলনের কারখানা।

স্থানীয়রা বলেন. মামুন ও লাভলু দীর্ঘদিন থেকে নদীর খাষ জমির বালু সহ বিভিন্ন জমি থেকে জোর পুর্বক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। শুধু তাই নয়, সরকারী ভাবে নদী খনননের বালু বিক্রি করা ছিল তাদের প্রধান ব্যবসা। স্থানীয় বিধবা মর্জিনা বেগম বলেন,” আমার জমি নদীতে ভাঙ্গি গেইছে, আমরা কি করি খামো,আমার তো কোন করি খাবার উপায় নাই” তার মধ্যে এমরা দিঘি দিয়ে বালু তুলবার লাগছে”। আয়শা বেগম অভিযোগ করে বলেন,” আমার নদী ভাঙ্গা মানুষ, থাকার জায়গাটাও নাই, ওয়াবদাত ঘর তুলি আছি, তাও ভাঙ্গি দিবার নাকছে। নদীর পারে এহনা চর জাগছে, সেটি এহনা কালাই বুনি খামো, তার ও জো নাই, আমার জমিতে জোর করি বালু তোলে, কবার গেইলে,আমাক ধোমক দিয়ে থুয়ে দেয়। আমরা গরিব মানুষ আমাক কাইও দেহেনা, মানুষ ও দেহেনা, সরকারও দেহেনা”। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আকুতি জানায় ভুক্তভোগীরা। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত