সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নলডাঙ্গার বাসুদেবপুরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে রেললাইন ভেঙ্গে ফেটে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি মালবাহী ট্রেন যাওয়ার সময় উপজেলার বাসুদেবপুর রেলওয়ে প্লাটফর্মের দক্ষিনে পাঙ্গাল সেতুর কাছে রেললাইনের জয়েন্টে বিকট শব্দে এ ঘটনা ঘটতে পারে বলে আশষ্কা করছেন রেলওয়ে কৃর্তপক্ষ। নাশকতা ঘটাতে রেললাইন কাটার চেষ্টা করতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।এঘটনায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও দেড় ঘন্টা পর রেললাইন মেরামত করার পর তা ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এ ঘটনায় রেলওয়ে কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলডাঙ্গা থানা পুলিশ, রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান,শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি মালবাহী ট্রেন নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকা দিয়ে নাটোরের দিকে অতিক্রম করার সময় পাঙ্গাল সেতুর কাছে বিকট শব্দ হয়।ট্রেনটি নির্বিঘ্নে ওই স্থান পার হয়।পরে স্থানীয়রা গিয়ে দেখেন পাঙ্গাল সেতুর কাছে রেললাইনের জয়েন্টে কিছু অংশ ভাঙ্গা রয়েছে।এসময় এলাকাবাসী রেলওয়ে কৃর্তপক্ষ ও স্থানীয় প্রশাসন কে খবর দেন।খবর পেয়ে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা ও নলডাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য গোয়েন্দা সংস্থার লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাশকতা ঘটাতে রেললাইন কাটার চেষ্টা করতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

রেলওয়ের বিভাগের ওয়েম্যান জালাল উদ্দিন বলেন, এটি কোন নাশকতা নয়।স্বাভাবিকভাবেই রেললাইনের কোন কোন জয়েন্টে মাঝে মাঝে প্রচন্ড শীতে এ রকম ভেঙ্গে যায়।পরে রেললাইনের সেই অংশ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রেললাইনের ভাঙ্গা অংশ মেরামত করার পর এক থেকে দেড় ঘন্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত