শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডার কারণে বাড়ছে শিশু রোগী ভীড়

স্বপন রবি দাশ,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেড়েছে শিশু রোগীর ভিড়।শুক্রবার (১২জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় সময় গিয়ে দেখা গেছে গড়ে প্রতিদিন ৫০ থেকে ১০০ শিশুর চিকিৎসা করাতে জড়ো হচ্ছেন হাসপাতালে। জ্বর-সর্দি, কারো ডায়রিয়া আবার কারোবা নিউমোনিয়া-শ্বাসকষ্ট। শিশুদের অসুস্থতা বেড়ে যাওয়া মূল কারণ হলো আবহাওয়া পরিবর্তন,বলছেন চিকিৎসকরা। মা-বাবার কোলে চেপে এসেছে শিশুদের দল। চিকিৎসা নিতে আসা শিশুদের জ্বর-সর্দি, ডায়রিয়া আবার নিউমোনিয়া, শ্বাসকষ্টের রোগী।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু রোগীর দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমানে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫-৩০ জন শিশু।শিশুদের অসুস্থতা বেড়ে যাওয়ার কারণ আবহাওয়া পরিবর্তন বলে জানান চিকিৎসক। বলেন সবচেয়ে উত্তরের জেলায় ঠাণ্ডা পড়তে শুরু করেছে। গরম-ঠাণ্ডার সত্য প্রবাহের কারণে শিশু রোগীর সংখ্যা বেশি বাড়ছে।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর শাহা সুমন বলছেন, সার্বক্ষণিক সেবা প্রদান করছে চিকিৎসকরা। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ,স্যালাইন, মজুদ রয়েছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত