স্বপন রবি দাস, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে দুই গরু চোরকে হাতনাতে আটক করেছে উত্তেজিত জনতা। নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে গরু চুরি করতে গেলে স্থানীয় আমড়াখাই গ্রামে উত্তেজিত জনতারা চোরদেরকে আটক করে।তারপর খবর দেওয়া হয় নবীগঞ্জ থানা পুলিশকে।খবর পেয়ে গতকাল মঙ্গলবার(২৬মার্চ)রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী দিকনির্দেশনায় ও এ এস আই জামাল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ০২ গরু চোরকে গ্রেফতার করে নিয়ে আসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো :সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দাইপুর গ্রামের মাহতাব মিয়া ছেলে ফরহাদ প্রকাশ দিলশাদ(২৮), মৃত আনজব খাঁ ছেলে হরমুজ খাঁ(৫২) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ঘনঘন চুরি ডাকাতি, বিদ্যুতের ট্রান্সফর্মার,প্রতিদিনিয়ত চোরি হচ্ছে। নবীগঞ্জ ঘনঘন চুরি ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে।
গরু চোর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।তাদের নামে একাধিক মামলা রয়েছে।