ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে অবস্থিত সংরক্ষিত পুরাকীতি সীতা কোট বৌদ্ধ বিহার পরিদর্শন করছেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল।
আজ বুধবার সকাল ১২.৩০ টায় উপজেলার সীতা কোট বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তিনি। এসময় নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম,সাংবাদিক ওয়ায়েস কুরুনী ঠিকাদার মোঃ মতিবুর রহমান এলাকাবাসী মোঃ মাহাবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দশনার্থী ও পর্যটকদের আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য খুব দ্রুত এই বৌদ্ধ বিহারের উন্নয়ন কাজগুলো করা হবে।ইতিমধ্য রাস্তা নির্মাণ কাজ চলছে।এছাড়াও বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান জাতীয় উদ্যান আশুরার বিল মনির থান সীতাকোট বিহার সকল বিষয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। তার মধ্যে সীতাকোট বিহার ও বিদ্যমান আছে।