সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে বিদায় ও পুরস্কার বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে সম্মান ৪র্থ বর্ষ ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী এবং বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলের তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ ডাঃ মোঃ মোজাহারুল ইসলাম তরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক ও ছাত্রী হোস্টেলের আহবায়ক মোঃ নিয়ামত আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া সহ কলেজের অন্যান্য শিক্ষক ও হোসটেলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কলেজের শিক্ষক মোঃ ফরাদ আলীর সঞ্চালনায় হোস্টেলের ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণ মুলক বক্তব্য দেন হোস্টেলের তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রফেসর ডাঃ মোজাহারুল ইসলাম তরু হোস্টেলের সার্বিক উন্নয়নের বিষয়ে কথা বলেন তিনি। ছাত্রীদের উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতার ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার পরামর্শ প্রদান করেন তিনি।

বক্তব্য শেষে ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা

বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে হোস্টেলের ছাত্রীদের মধ্যে ছিল বাধভাঙ্গা আনন্দ ও উল্লাস। ছাত্রীরা বৃহস্পতিবার দিনভর কাজ করে হোস্টেলের গেট থেকে শুরু করে পুরো হোস্টেল বিভিন্ন ধরনের আলপনা এঁকেছেন এবং বেলুন দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছেন কলেজের হোস্টেলকে। অনুষ্ঠান শেষে রাতের ভোজের আয়োজন ছিলো হোস্টেলে।

সম্পর্কিত