মার্চ ২৬, ২০২৩ ১২:০৬ সকাল



নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেপ্তার

ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
(০৯ মার্চ) নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গ্রেপ্তারি পরোয়ানা মূলে মামলা নং ৪৫৯/১২ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ মরফেদুল(৩৫), পিত-মৃত সুলতান, সাং-উত্তর শ্যামপুর, এনজিআর ৩৯/১৪ এর ওয়ারেন্টভুক্ত মোঃ আমির আলী(৩২),মোঃ আশরাফুল ইসলাম, উভয় পিতা-মৃত আবেদ আলী, সাং-মধ্য খালিদপুর(৩০), এনজিআর নং ২৬১/১৯ এর মোঃ রনি(৩৫),পিতা-মোঃ মিনহাজুল, সাং- শিবপুর,মামলা নং ৪/২০ এর ওয়ারেন্টভুক্ত মোঃ সোহেল রানা (৩৪), পিতা- মৃত আঃ সাত্তার,সাং-উত্তর শ্যামপুর, জিআর নং ১১৮/২১ এর ওয়ারেন্ট ভুক্ত মোঃ কালাম মিয়া(৩৪), পিতা- মোঃ হারেস মিয়া, সাং-কুশদহ, জিআর ৪০৮ এর ওয়ারেন্ট ভুক্ত মোঃ হাফিজুর রহমান(৪০), পিতাঃ মৃত দেলোয়ার,সাং-গিলা ঝুঁকি, সর্ব থানা-নবাবগঞ্জ ,জেলা -দিনাজপুরগনকে গ্রেফতার করেন।উক্ত গ্রেফতার কৃত আসামীগনকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদাউস ওয়াহিদ।



Comments are closed.

      আরও নিউজ