ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
(০৯ মার্চ) নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গ্রেপ্তারি পরোয়ানা মূলে মামলা নং ৪৫৯/১২ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ মরফেদুল(৩৫), পিত-মৃত সুলতান, সাং-উত্তর শ্যামপুর, এনজিআর ৩৯/১৪ এর ওয়ারেন্টভুক্ত মোঃ আমির আলী(৩২),মোঃ আশরাফুল ইসলাম, উভয় পিতা-মৃত আবেদ আলী, সাং-মধ্য খালিদপুর(৩০), এনজিআর নং ২৬১/১৯ এর মোঃ রনি(৩৫),পিতা-মোঃ মিনহাজুল, সাং- শিবপুর,মামলা নং ৪/২০ এর ওয়ারেন্টভুক্ত মোঃ সোহেল রানা (৩৪), পিতা- মৃত আঃ সাত্তার,সাং-উত্তর শ্যামপুর, জিআর নং ১১৮/২১ এর ওয়ারেন্ট ভুক্ত মোঃ কালাম মিয়া(৩৪), পিতা- মোঃ হারেস মিয়া, সাং-কুশদহ, জিআর ৪০৮ এর ওয়ারেন্ট ভুক্ত মোঃ হাফিজুর রহমান(৪০), পিতাঃ মৃত দেলোয়ার,সাং-গিলা ঝুঁকি, সর্ব থানা-নবাবগঞ্জ ,জেলা -দিনাজপুরগনকে গ্রেফতার করেন।উক্ত গ্রেফতার কৃত আসামীগনকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদাউস ওয়াহিদ।