ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মশিউর রহমানের নেতৃত্বে সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মোজাহিদুল ইসলাম(৪০), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং- জিয়াগাড়ী, থানা নবাবগঞ্জ জেলা-দিনাজপুর।
গত(৭ মার্চ) রাত্রি অনুমান ২.০০ ঘটিকার সময় তার নিজ বসত বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামী ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫B(২) ধারার অপরাধে দোষী সাব্যস্ত হাওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। গ্রেপ্তারকৃত আসামীকে পুলিশ এস্কটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।