নবাবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে নবাবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে আটক করছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলায় পৃথক পৃথক ভাবে অভিযানে চালিয়ে বেড়া মালিয়া ও চকদুলু গ্রামে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বেড়া মালিয়ার মো: মনিরুল ইসলাম এবং চকদুলু নারায়ণপুর গ্রামের মোঃ আঃ কাদের।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, মনিরুল ইসলাম সাজাপ্রাপ্ত আসামী যার মামলা নং -৩৮৭/০৮ । ওই আসামীকে বিজ্ঞ কোর্ট ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ আঃ কাদের। আজ রোববার সকালে আসামীদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।