নবাবগঞ্জে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।এর পরে বীর মুক্তিযোদ্ধা,পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,ওসি তদন্ত মোঃ মমিনুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।