নবাবগঞ্জে শিক্ষাবৃত্তি সহ বিশ জন কে বাইসাইকেল প্রদান
ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্্রগ্রাম ব্যতীত”শীর্ষক কর্মসূচির ২০২২-২০২৩ অর্থ বছরের ১ ম ও ২য় কিস্তির বরাদ্দ থেকে ছাত্র/ছাত্রীদের মাঝে দিনাজপুরের নবাবগঞ্জে ১১০ জন শিক্ষাবৃত্তি ও ২০ জন বাইসাইকেল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার এমম এম আশিক রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক । এসময় ওসি ফেরদৌস ওয়াহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা নূরে এ শেফা বলেন, মোট বরাদ্দ ৪ লাখ ৮০ হাজার টাকা ।