মার্চ ২৫, ২০২৩ ১১:০২ বিকাল



নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আর্ন্তজাতিক

নারী দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক
অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক
প্রদিক্ষন করে।
পরে উপজেলা অডিটরিয়মে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ
সোমের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
থানার ওসি তদন্ত তাওহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস
চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার
মোশাররত, উপজেলা তথ্য কর্মকর্তা মাসুদা খাতুন মৌসুমী,
থানার এএসআই লিলি খাতুন সহ আরও অনেকেই সভায় বক্তব্য দেন।
পরে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহনে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও ইসলামিক রিলিফ
বাংলাদেশ, ল্যাম্ব সহ বিভিন্ন এনজিও সমুহ পৃথক পৃথক ভাবে
দিবসটি পালন করে।



Comments are closed.

      আরও নিউজ