শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নবাবগঞ্জে বিদ্যুতের খুটি থেকে ইন্টারনেট সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট কর্মীর মৃত্যু

ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের খুটি থেকে ইন্টারনেট সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল ইসলাম রাব্বি (২৪) নামের এক ইন্টারনেট কর্মী নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মালারপাড়া বাজারে পশ্চিম পাশে সড়কে এই দুঘটনা ঘটে। নিহত ওই যুবক একই উপজেলার কাঞ্চন্ডব গ্রামের মোহাম্মদ এনামুল হকের ছেলে।

নিহত রাব্বির সহযোগিরা জানান, সকাল থেকে রাব্বিসহ আমরা চার জন ইন্টারনেট সংযোগের তার টানছিলাম। ইন্টারনেটের তার টানার মালারপাড়া বাজারে পশ্চিম পাশের সড়কে একটি বিদ্যুতের খুটিতে চড়ে রাব্বি। এসময় ইন্টারনেট সংযোগের তার টানার এক পর্যায়ে রাব্বির মোবাইল ফোনে আসে। সে ফোনটি রিসিভ করা মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের খুটি থেকে মাটি পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত্যু ঘোষনা করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তৌহিদ জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত