ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃদিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানউন্নায়নে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। মঙ্গলবারে উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের পরান দিঘী, বাজিত পূর,দিঘী রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
এছাড়া তিনি বাজিত পুর দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন।
এসময় পরান দিঘী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশীদ, সহকারী শিক্ষক এনামুল শাহ, বাজিত পুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।পরিদর্শনের কথা জিজ্ঞেস করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান উত্তরবঙ্গের সংবাদকে জানান শিক্ষার মান উন্নয়নের জন্য এরকম পরিদর্শন অব্যাহত থাকবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান উপজেলা চেয়ারম্যান বিদ্যালয় পরিদর্শন করার কারনে প্রাথমিক শিক্ষার মানউন্নায়নে সহায়ক হবে।