বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নবাবগঞ্জে গৃহ,বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নবাবগঞ্জে গৃহ,বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা  প্রতিনিধি
২০২৩-২০২৪ অর্থ বছরে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির ৩য় ও ৪র্থ কিস্তির বরাদ্দ থেকে দিনাজপুরের নবাবগঞ্জে গৃহ,বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এসব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানগণরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৫ জনের মধ্যে বাইসাইকেল ২১ জন, গৃহ ১০ জন মোট ৮৩৭৫০০ টাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী মাঝে শিক্ষাভিত্তিক বিতরণ করা হয়। এছাড়াও ৪৭ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে প্রত্যকে ১৭৫০ টাকা করে,ভার্সিটি লেভেলে ৪৭ জুনের মাঝে ২০০০ টাকা করে,তিনজনের মাঝে গরু বিতরণ,একজনকে দোকান ঘর ও দশটি ক্লাবকে ১৮০০ টাকার চেক বিতরণ করা হয়।

সম্পর্কিত