নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলা দেখতে হাজারো মানুষের ঢল
ওয়ায়েস কুরুনী (দিনাজপুর জেলা) প্রতিনিধি
কোন রাজ্যের কাজে নয়। খুরের শব্দে টগবগিয়ে ছুটে চলছে ঘোড়া। ছুটছে ঐতিহ্যের ঘৌড় দৌড় প্রতিযোগিতায়। দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাচীন বাংলার গ্রামীণ জনপদের অন্যতম বিনোদন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়। উপজেলার দিঘিরত্না এলাকার খোলা মাঠে বুধবার (১ জানুয়ারী) বিকেলে এ আকর্ষণীয় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজন করে দিঘিরত্না একতা ক্লাব।
ঘৌড়-দৌড় প্রতিযোগিতায় কয়েক জেলার বিভিন্ন জায়গা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়ার মালিকরা অংশগ্রহণ করে।
এ খেলায় ১ম স্থান এবং ২য় স্থান দখল করে। খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন । এ খেলা দেখতে সব বয়সের হাজার হাজার মানুষ ভীড় জমায়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় দুর-দুরান্ত থেকে পায়ে হেঁটে ও যানবাহনে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন।
ওয়ায়েস কুরুনী
(দিনাজপুর জেলা)প্রতিনিধি
তাঃ ০১/০১/২০২৫
০১৭২৩৬৫৫৪২৯