নবাবগঞ্জে আশ্রয়ণ-২ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও ক্ষুদ্র-নৃ গোষ্ঠির শিক্ষার্থীদের সাইকেল বিতরণ
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ক্ষুদ্র-নৃ গোষ্ঠির ২০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি।
নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম জানান, নবাবগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯৯১টি ঘর নিমার্ণে প্রায় ২০ কোটি টাকা খরচ হবে।