রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৫ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ইট ভাটাগুলি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৪ মার্চ) দুপুরে ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা সদরদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন।মোবাইল কোটে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান, সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করায় ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইটভাটাগুলো হলো, মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও এমআরএস ব্রিকস।

সম্পর্কিত