ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:
ইংরেজি নবর্ষের প্রথম রাতে সকলেই যখন আনন্দ উপভোগ করে শীতের রাতে নিজের বাড়িতে বিছানায় বিশ্রাম নিচ্ছেন নতুন বছর আনন্দের সাথে উৎযাপন করতে ব্যস্ত, ঠিক তখনই ভিন্নভাবে নতুন বছরের প্রথম রাতে শীতার্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে গভীররাতে নওগাঁর সেচ্ছাসেবী সংগঠন “রূপসী নওগাঁ” রাস্তায় বেরিয়ে সত্যিকারের দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ।
০১ জানুয়ারি ২০২০ রাত ১২ টায় “রূপসী নওগাঁ ” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ খালেদ বিন ফিরোজের সভাপতিতে রূপসী নওগাঁ টিম নওগাঁ শহরের বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে ৫০ জন শীতার্ত অসহায় মানুষদের ভেতর শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁ’র সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, রূপসী নওগাঁ এর উপদেষ্টা মূফতী নাছির বিন আজগর, রিফাত হোসাইন সবুজ, নাজমুল হক। এছাড়াও রূপসী নওগাঁ পরিবারের পক্ষ হতে ছিলেন, রূপসী নওগাঁ এর সহ সভাপতি রেদুয়ানুল হক আরজু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, আব্দুস সোবহান, সাজু রহমান সুজন,আহসান হাবীব মোহন, ফিরোজ হোসেন, মোনায়েম, তৌফিকা বৃষ্টি, মেহেদী হাসান, এছাড়াও আরও অনেকে।
রূপসী নওগাঁর সভাপতি খালেদ বিন ফিরোজ বলেন, সবাই নতুন বছরের শুরুটা অনেক গানবাজনা পিকনিক করে আনন্দের সাথে উৎযাপন করে। কিন্তু অসহায় মানুষগুলো এই তীব্র শীতে ঠিকভাবে রাতে শীতের জন্য ঘুমাতে পারেনা। নতুন বছরের শুভেচ্ছা সবাই জানাচ্ছে, তাই আমরা ব্যক্তিগতভাবে শহরে গভীর রাতে ঘুরে ঘুরে এইসব অসহায় মানুষদের আমাদের পক্ষ হতে শীতবস্ত্র ও তাদের নতুন বছরের শুভেচ্ছা জানায়। রূপসী নওগাঁ সংগঠন নতুনভাবে সমাজসেবামূলক ১৩ টি কাজ হাতে নিয়ে যাত্রা শুরু করেছে। রূপসী নওগাঁ সবসময় অসহায় মানুষের জন্য সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ।
রুপসী নওগাঁ পরিবার হতে আরও জানাযায় তারা সবাই নিজেরা নিজেদের ভেতর চাঁদা তুলে এইসব কাজ সম্পাদন করছে, তাদের কাজে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা আরও বেশী বেশী সমাজসেবামূলক কাজ করতে পারবে।