উজ্জ্বল রায়, নড়াইলঃনড়াইল সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই সিএনজি উদ্ধার। নড়াইল সদর থানার মামলা নং-১০, তারিখ-(১৩/০১/২০২৪) ধারা-৩৭৯ পেনাল কোড এর চুরি যাওয়া একটি সিএনজি মন্গবার (১৬ জানুয়ারি) মোহাম্মদ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল দিক নির্দেশনায়, মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শাহ আলম সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে কেএমপি খুলনা খালিশপুর থানাধীন আইডিসি রেড ক্রিসেন্ট শ্রমিক অফিসের সামনে হতে চুরি যাওয়া উক্ত সিএনজি উদ্ধার করেন।