সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

উজ্জ্বল রায়, নড়াইলঃনড়াইল থানা পুলিশের অভিযানে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। রবিবার (৪ফেব্রুয়ারী) সকালে ডাকাতি মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামাল নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রাম সাকিনের আঃ রহমান মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সেলিম মহালদার ও এএসআই মোঃ শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সম্পর্কিত