শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃজেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। সভাপতি তার বক্তব্যে জানান স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,

রবিবার (৩১ ডিসেম্বর) সরকারি বেসরকারি সকল পরিসেবা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সব কিছু হবে প্রযুক্তি নির্ভর। তাই সকলকে স্মার্ট সিটিজেন হতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে। এ লক্ষ্যে সরকার কাজ করছে এবং বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। নড়াইলকে স্মার্ট জেলা বিনির্মানের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত