মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

নড়াইলে চিত্রা নদীর তীরে মিলল অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:নড়াইলে চিত্রা নদীর তীরে মিলল অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নড়াইলে চিত্রা নদীর তীরে মিলল অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইল সদর উপজেলায় চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবরা খেয়াঘাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর তীরে অজ্ঞাতনামা এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোয়েটার পরিহিত অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারনা করছে পানিতে ডুবেই ওই নারীর মৃত্যু হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া মরদেহর পরিচয় শনাক্তেও কাজ করছে পুলিশ।

সম্পর্কিত