মাহাবুব হাসান মারুফ,নওগাঁ প্রতিনিধি:
সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশি যুবক করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান নামক এক যুবককে সোমবার সন্ধ্যায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেহেদি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। জানাগেছে, মেহেদি হাসান গত শনিবার সিঙ্গাপুর থেকে দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। এতে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেছে।এবিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মনির আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেছেন সিঙ্গাপুর থেকে এসে মেহেদী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। তাকে সন্দেহজনকভাবে বিশেষ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে মেহেদী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেটি এখনো নিশ্চিত নয়।