রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

নওগাঁ ধামইরহাটে ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা আটক 

মোঃ মাফুজুর রহমান,নওগাঁ ধামইরহাট প্রতিনিধি:নওগাঁ জেলার ধামইরহাট থানার রুপনারায়নপুর (নিকেশ্বর) এলাকা থেকে রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে। আজ বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ধামইরহাট থানার রুপনারায়নপুর (নিকেশ্বর) গ্রামস্থ জনৈক মানুয়েল তপ্ন (২৫), পিতাঃ মৃত ফিলিপ তপ্ন এর বসতবাড়ীতে মোঃ মোরছালিন ইসলাম মুহিদ (৩০) এর নিকট হইতে বিকাশ এবং নগদের মাধ্যমে ২৯,৫৩৮ টাকা গ্রহন করে এবং আরো টাকা দাবী করে টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে ধামইরহাট থানায় খবর দেয়। পরে ধামইরহাট থানার এসআই (নিঃ) পরিতোষ চন্দ্র সরকার সঙ্গীয় কনস্টেবল মোঃ ইকবাল হোসেন, মোঃ নুর ইসলাম ও মোঃ ফরহাদ হোসেন গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়াল কে আটক করে থানায় নিয়ে আসে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম রেজওয়ানুল আহমেদ পিয়াল। সে বগুড়া জেলার আদমদিঘী থানার রিয়াজ আহমেদ এর ছেলে। এই ঘটনার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত