জয়পুরহাট প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় আট কোটি টাকার একটি প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকা থেকে নিদর্শনটি উদ্ধার করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল পত্নীতলা উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গৌর চৌধুরী ও মোঃ সোহেল এর নিকট হতে আনুমানিক ১৮ শতকের একটি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন উদ্ধার করেন।। যাহার আনুমানিক মূল্য আট কোটি টাকা।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ বলেন, খবর পেয়ে ওই দুইজনের নিকট নিদর্শনটির বিষয়ে জানতে চাইলে তাদের নিকট আছে বলে আমাদের নিকট দিয়ে দেয় এবং পরবর্তীতে নিদর্শনটি পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে নওগাঁ পত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক মোঃ সাইদ ইনাম তানভিরুল এর নিকট হস্তান্তর করা হয়।