মার্চ ৩১, ২০২৩ ১১:৪৬ সকাল



নওগাঁ জেলার রোভারবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

 

রিফাত হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউট,নওগাঁ জেলা রোভারবৃন্দের আয়োজনে আজ শুক্রবার (০৩ জানুয়ারী ২০২০ ইং) নওগাঁর আএাই উপজেলার রবীন্দ্র কাচারীবাড়ি পতিসরে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভারের কমিশনার প্রফেসর জনাব মোঃ মোফাখখার হোসেন খান,অধ্যক্ষ শেরেবাংলা সরকারি কলেজ, সম্পাদক জনাব মোঃ নাসিম আলম, সহকারী অধ্যাপক, নওগাঁ সরকারি কলেজ, সহসম্পাদক জনাব মোঃ মামুনুর রশিদ, বলিহার ডিগ্রি কলেজ, কোষাধক্ষ্য জনাব মোঃ গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু সরকারি কলেজ বদলগাছী, এবং আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভারের আওতাধীন সকল কলেজের আর.এস.এল বৃন্দ সহ সকল কলেজের সিনিয়র রোভার মেট, রোভার মেট, রোভার সদস্য উপস্থিত ছিলেন।



Comments are closed.

      আরও নিউজ